অনলাইন ডেস্কঃ বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয় লাভ করে বাংলাদেশ ফাইনালে উঠেছে।
হতে পারতো অর্ধডজন বা তারও বেশি গোল কিন্তু হলো না। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ ১৯ নারী ফুটবল দল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মনিকা, মার্জিয়া ও তহুরার গোলে মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।