নিউজ ডেস্ক ::করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালক মারা গেছেন।
সোমবার (৫ই এপ্রিল) সকাল সাড়ে ৭টায়, কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান তিনি। জ্বর-কাশিসহ উপসর্গ দেখা দিলে দুদকের ওই কর্মকর্তা গত ৩০শে মার্চ আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেন। সেদিনই সকাল ১০টায় স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই রাতেই তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১লা এপ্রিল ভোর ৫টায় তাকে ভেনটিলেশনে রাখা হয়।
করোনা শনাক্তের পর থেকে তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছেন। আর, তার সংস্পর্শে আসা দুদকের সহকর্মীরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
দুদকের ওই পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের তথ্যমতে, ৫ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৮ জন। আর, এ পর্যন্ত মৃতের সংখ্যা ৯ জন। রবিবার (৫ই এপ্রিল) আরও ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশে। বর্তমানে মোট ৮৪ জন আইসোলেশনে রয়েছেন। হোম কোয়ারেন্টিনে রয়েছে মোট ১২,৬৫৯ জন।