নিউজ ডেস্ক: ফরিপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছে। মেডিকেল কলেজের চতুর্থ তলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর (পলিমিয়ার্স চেইন রি-অ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে এ ল্যাবে টেকনিশিয়ানদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নমুনা পরীক্ষার ট্র্যায়াল সম্পূর্ন করা হয়েছে।
আপাতত ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত নমুনা দিয়ে এ পরীক্ষা শুরু করা হবে। পরে আশেপাশের অন্য কয়েকটি জেলা তাদের সুবিধা অনুযায়ী এ ল্যাব থেকে করোনা শনাক্ত পরীক্ষা করাতে পারবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। এ ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। ঢাকা থেকে নমুনা পরীক্ষার জন্য এক হাজার কিট পাঠানো হয়েছে।
ল্যাব পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান হলেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. ওয়াদুদ মিয়া এবং বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল কাদের।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালন ডা. সাইফুর রহমান জানান, ফমেকে করোনাভাইরাস পরীক্ষার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- ফরিদপুরে করোনা শনাক্ত পরীক্ষা শুরু হয়েছে
ফরিদপুরে করোনা শনাক্ত পরীক্ষা শুরু হয়েছে
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- ২৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ