রোজ শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৭


					
				
কে বন্ধু আর কে শত্রু বোঝা বড় দায়,চিনে নিন বন্ধুরূপী শত্রু!

কে বন্ধু আর কে শত্রু বোঝা বড় দায়,চিনে নিন বন্ধুরূপী শত্রু!

নিজস্ব প্রতিবেদনঃবন্ধুদের ডাকেই সি,আর,বি যান মোবারক হোসেন। বন্ধুদের সাথেই আড্ডা দিচ্ছিলেন। আড্ডার ফাঁকে বন্ধু বাবু নাস্তার জন্য ডাকে তাকে। নাস্তা শেষে ফিরে এসে মোবারক দেখে তার মোটর সাইকেল নেই!

মামলা দায়ের করা হয় দায়িত্ব দেয়া হয় কোতোয়ালী থানার এসআই সজল কে। সে তার টিম নিয়ে অভিজানে নামে সেই এলাকার ভিডিও ফুটেজ চেক করে শনাক্ত করা হয় চোর কে।
অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তিন চোরকে। অবাক করা বিষয় হল, ধৃত তিন চোরই মোবারকের বন্ধু! বাবু যখন নাস্তার কথা বলে অন্যত্র নিয়ে যায় তখন আরমান নামের আরেক বন্ধু মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
পরে তা বিক্রি করে আরেক বন্ধু রাসেলের কাছে! রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই তিনজনকে। উদ্ধার করা হয় মোটর সাইকেলটি।
সুতরাং বোঝা যায় কে বন্ধু আর কে শত্রু তা বোঝা অনেক কঠিন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam