রোজ শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:২৩


					
				
রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি, বর্শা নিষিদ্ধ করেছে পুলিশ

রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি, বর্শা নিষিদ্ধ করেছে পুলিশ

আগামী শনিবার পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে অনেকেই দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি নিয়ে অংশগ্রহণ করে, যা ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। এটি ধর্মপ্রাণ ও নগরবাসীর মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পবিত্র মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আতশবাজি ও পটকা ফোটানো যাবে না। এ আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam