রোজ বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২৯


					
				
বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষের মৃতুতে শোক প্রকাশ

বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষের মৃতুতে শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি: সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল এর প্রাক্তন উপাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ (আবাসিক ঠিকানা: ইছাকাঠী রোড, কাশীপুর, বরিশাল) প্রফেসর মোঃ ইউসুফ আলী মল্লিক স্যার ১১ নভেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি (ওয়া ইন্না ইলাইহি রজেউন)। স্যার অত্যন্ত নীতিবান, পরিমিত বোধসম্পন্ন ও প্রজ্ঞাবান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি পটুয়াখালী কলেজ, বি এম কলেজ, দর্শনা কলেজ, বোয়ালমারী কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ থাকাকলীন অবসরে যান। তিনি ০৫.০৮.১৯৭৭ থেকে ১৫.০৩.১৯৮৩ পর্যন্ত ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন।
স্যারের মৃত্যুতে বিএম কলেজ অর্থনীতি বিভাগের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং স্যারের পারলৌকিক মুক্তি কামনা করছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam