রোজ শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৫


					
				
পরিচ্ছন্নতার বার্তা নিয়ে কুয়াকাটার পথে ৫ সাইক্লিস্ট

পরিচ্ছন্নতার বার্তা নিয়ে কুয়াকাটার পথে ৫ সাইক্লিস্ট

নিজস্ব প্রতিবেদনঃ পরিচ্ছন্নতার বার্তা নিয়ে কুয়াকাটার পথে ৫ সাইক্লিস্ট। যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে বাইসাইকেল যোগে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটার উদ্দেশ্য যাত্রা শুরু করেছেন ময়মনসিংহের পাঁচ তরুণ সাইক্লিস্ট।
তারা হলেন – আশিষ কুমার মোদক, জুয়েল সরকার বিজয়, মো. রেজাউল হক, অজিত মজুমদার ও আশরাফুল ইসলাম শাফুল। সবাই;ময়মনসিংহ সাইক্লিস্টস নামে একটি সংগঠনের সদস্য।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ছয়টায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তারা। এ ভ্রমণে তারা প্রায় ৪৫০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিবেন৷

সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ হয়ে ঢাকা যাওয়ার পথে নগরের চরপাড়া মোড়ে কথা হয় তাদের সঙ্গে।

আশিষ কুমার মোদক ধানসিঁড়ি নিউজকে বলেন, পরিচ্ছন্নতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিডি ক্লিনের প্ল্যাকার্ড নিয়ে আমরা বের হয়েছি। মানুষ যাতে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে আমরা সচেতন করব। যেন স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই বাংলাদেশ একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে ওঠে।

একইসঙ্গে তরুণদের সাইক্লিংয়ে উৎসাহিত করতেও এ ভ্রমণের আয়োজন বলে জানান আশিষ কুমার মোদক।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam