রোজ শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৩২


					
				
বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মোঃ শাহাজাদা হিরাঃ আজ ১৭ এপ্রিল সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসক বরিশাল এর সম্মেলন কক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশর স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাম চন্দ্র দাস, বিভাগীয় কমিশনার বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস, এম, অজিয়র রহমান জেলা প্রশাসক বরিশাল, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার)।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন, সিভিল সার্জন বরিশাল, বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী বীর প্রতীক, মহিউদ্দিন মানিক, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন এস এম ইকবালসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অতিথিরা মুজিব নগর দিবসের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam