রোজ শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০১


					
				
বরিশালে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

বরিশালে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

বরিশালে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক।

গতকাল ২৪ এপ্রিল ২০২২ইং তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে নগর গোয়েন্দা বিএমপির একটি চৌকস টিম নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ কাশিপুর বাজারের দক্ষিণ পাশে মৌলভী বাড়ী লেন জনৈক হেলাল মিয়ার টিনসেড ঘরের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় ০৩ কেজি গাঁজা সহ মোঃ ফারুক হাওলাদার (৩৪), পিতা- মোঃ মোতাহার হাওলাদার, মাতা- মোসাঃ রওশন আরা বেগম, সাং- বদনিখালী, খলিফা বাড়ী, পল্লিমঙ্গল ইউপি, থানা- বেতাগী, জেলা- বরগুনা, এ/পি- জনৈক হেলাল মিয়ার টিনসেড ঘরের মাঝখানের রুমের ভাড়াটিয়া, কাশিপুর বাজার, এর দক্ষিণ পার্শ্বে, মৌলভী বাড়ী লেন, ২৮নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল এবং তানিয়া বেগম (২৬), স্বামী- মোঃ ফারুক হাওলাদার, পিতা- মোঃ আলম সরদার, মাতা- মোসাঃ কহিনুর বেগম, সাং- বদনিখালী, খলিফা বাড়ী, পল্লিমঙ্গল ইউপি, থানা- বেতাগী, জেলা- বরগুনা, দের কে আটক করেন।

এসময় গাঁজা রাখা০২টি ভ্যানিটি ব্যাগ ও মাদক ব্যবসায় ব্যবহৃত ০২টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

ধৃত দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam