রোজ রবিবার, ২৬শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৩১


					
				

কবিতা: বাঁচা

বাঁচা
ডা. ভাস্কর সাহা

প্রতিদিন মৃত্যু আসে কখনো তা চুপিসারে কখনো
খিপ্র চিতার মতো তুলে নেয় সে কোলে
বিচিত্র সকালের গায় ধুলো না গড়াতেই সন্ধ্যা আসে হিমপাতে; নিরুদ্দেশ ঘেষে!
সম্ভাবনার ঢেউগুলো নিচু হতে হতে অকস্মাৎই থেমে যায় কুলে
নাম জানা, না জানা কতো নক্ষত্রের লালিমা বুক আলো করে থাকে!

এই যে পলাশ, শিমুল কিংবা কৃষ্ণচূড়ার রাগে ফুটে আছে বাড়ন্ত প্রেমের আবীর কোথা রাখি তারে?
এই বিবাগী মেঘের সংসারে আমি একা ,ধু ধু একা–
পাতানো সখ্যের দিন শেষে এসেছে শতাব্দীর শূন্য ট্রেন উঠে যাবো তাতে
আর তখনই বহতা বৃষ্টির ঋণে টিনের চালাঘরে কেউ যেনো লিখে দিচ্ছে অমিয় শুশ্রুষা কথা রূপোর অক্ষরে।

এসো দখিনা বাতাস এসো আকাশজমানো রাগে মেঘমল্লার গান
দু হাত জোড়াকরে বাঁচি
জড়াজড়ি করে বাঁচি ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam