রোজ রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৫৭


					
				
ছাত্রলীগের উদ্যোগে মাস্ক, স্যানিটাইজার, লিফলেট বিতরণ

ছাত্রলীগের উদ্যোগে মাস্ক, স্যানিটাইজার, লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক:: করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার সকালে মধুর ক্যান্টিনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। পরে, শাহবাগ, নিউমার্কেট ও নীলক্ষেত মোড়ে পথচারীদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।

মানুষকে সচেতন করতে দেশব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন,যে হ্যান্ড স্যানিটাইজারগুলো বিতরণ করা হচ্ছে সেগুলো ছাত্রলীগের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। স্যানিটাইজার তৈরি করতে খুবই অল্প খরচ হয়েছে আর এগুলো বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আতঙ্কতি না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন ছাত্রলীগ সভাপতি।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, ছাত্রলীগের নেতাকর্মী যারা আছেন তারা নিজ এলাকায় ফিরে যাবেন এবং তাদের হ্যান্ড স্যানিটাইজার বানানোর ফর্মুলা শিখিয়ে দেয়া হয়েছে এটা তারা প্রয়োগ করবেন। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে জনসচেতনতা তৈরি করবেন বলেও জানান লেখ ভট্টাচার্য।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam