রোজ রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৫৯


					
				
প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবনতি, ভেন্টিলেটর সাপোর্টে আছেন

প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবনতি, ভেন্টিলেটর সাপোর্টে আছেন

নিউজ ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবনতি হয়েছে, তাঁর ফুসফুসে সংক্রমনের লক্ষণ ধরা পড়েছে। তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। বুধবার দুপুরে বিবৃতি প্রকাশ করে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানানো হয়েছে।

গত সপ্তাহে প্রণব মুখার্জির মস্তিষ্কে সার্জারি করা হয়েছিল। তিনি করোনা ভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন। তিনি দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন রয়েছেন।

প্রণব মুখার্জির শারীরিক অবস্থা নিয়ে প্রতিদিন বুলেটিন প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন তাতে বলা হয়, ‘‘প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ওঁর ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি। বিশেষজ্ঞদের একটি দল তাঁর উপর নজর রাখছেন।’’

বুধবার সকালেই প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় তার বাবার অবস্থা স্থিতিশীল বলে টুইট করেন। তিনি বলেন, ‘‘আপনাদের প্রার্থনায় এবং চিকিৎসকদের প্রচেষ্টায় বাবা এখন স্থিতিশীল। তার ভাইটাল প্যারামিটার্সগুলি নিয়ন্ত্রণে রয়েছে। তার অবস্থার উন্নতি হচ্ছে বলে ইতিবাচক ইঙ্গিতও মিলেছে। উনি যাতে তাড়াতাড়া সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করুন আপনারা।’’

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam