রোজ রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:১৮


					
				
বরিশালের আলী আক্কাস একজন বৃক্ষপ্রেমিক

বরিশালের আলী আক্কাস একজন বৃক্ষপ্রেমিক

মোঃ খোরশেদ আলম ফারুক: আমরা চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষের সন্ধান পেয়ে থাকি। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের নেশা থাকে। তেমনি বরিশালের আলী আক্কাস হলো একজন বৃক্ষপ্রেমিক।

বৃক্ষ প্রেমিক মোঃ আলী আক্কাসের বাসা দক্ষিণ আলেকান্দা আলতাফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় গলির মৃধা বাড়ি। যেহেতু তার বাড়ি শের-ই-বাংলা মেডিকেল কলেজের ঠিক পিছনে। তাই নিজের পর্যাপ্ত জমি না থাকায় গাছ লাগানোর নেশাকে বাস্তবায়ন করতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ফাঁকা জাশগায় প্রায় দেড় মাস সময় ধরে ৯৫০টির মত চারা গাছ রোপন করেছেন। তাঁর লাগানো গাছের মধ্যে রয়েছে- বাদাম, অশোক, সুপারি, পাতাবাহার, নীম গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ।

হাসপাতালের বিভিন্ন খালি জায়গা যেমন, মসজিদের পাশে, হোস্টেলের সামনে, পুকুরের পাড়ে, নার্সিং হোস্টেল সহ যেখানে খালি জায়গা পেয়েছেন সেখানেই তিনি চারা রোপন করছেন ।

তাঁর সাথে কথা বলে জানা গেছে, তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর শখই হচ্ছে নিজ উদ্যোগে নিজ খরচে গাছ লাগানো। তাই তিনি যখনই সুযোগ পান তখনই গাছ লাগান। যেখানে খালি জায়গা পান সেখানেই তিনি গাছ লাগান।

আমাদের সকলেরই উচিৎ মোঃ আলী আক্কাসের মত গাছ লাগানো। কারন গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam