রোজ রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৫৯


					
				
সীমিত পরিসরে পূর্বেকার মতোই কমিউনিটি পুলিশিং , বীট পুলিশিং ,ওপেন হাউস ডে কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি বা কৌশল মেনে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন -বিএমপি কমিশনার

সীমিত পরিসরে পূর্বেকার মতোই কমিউনিটি পুলিশিং , বীট পুলিশিং ,ওপেন হাউস ডে কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি বা কৌশল মেনে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন -বিএমপি কমিশনার

আমরা অচীরেই সীমিত পরিসরে পূর্বেকার মতোই কমিউনিটি পুলিশিং , বীট পুলিশিং ,ওপেন হাউস ডে কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি বা কৌশল মেনে শুরু করবো ।_______বিএমপি কমিশনার ।

২৬ জুলাই ২০২০ খ্রিঃ মাননীয় পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স বরিশালে মাসিক কল্যাণ সভায় এ কথা বলেন ।

তিনি আরও বলেন ,প্রয়োজনে সিষ্টেম কমিউনিকেশন এর ব্যবহারের দ্বারা কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাড়িয়ে সেবার মান বৃদ্ধি করতে হবে ।অপরাধ দমনে প্রচার প্রচারণা , নজরদারি, পেট্রোলিং বাড়িয়ে ঈদ উপলক্ষে আগত যাত্রী সাধারণের নিরাপত্তা জোরদার করতে হবে । কোন প্রকার বদনাম যেন না হয় ,সে বিষয়ে সচেতন থেকে পেশাদারীত্বের সাথে কাজ করতে হবে ।

নথুল্লাবাদ রুপাতলী বাসষ্ট্যন্ড সহ লঞ্চঘাট এলাকায় যাত্রীসেবা বুথ স্থাপন করতে হবে ।

বিএমপি অভিভাবক আরও বলেন , মাদক নির্মূলে আইজিপি মহোদয়ের ঘোষনা বাস্তবায়নে এখন থেকেই নেমে পরতে হবে । মাদক নির্মূলে যাঁরা বাধা হয়ে দাঁড়াবে তাঁদের কঠোর হাতে দমন করা হবে ।

অনেকেই দূর্নীতি থেকে সরে আসলেও কতিপয় সদস্য এখনো আসছে না ,তাঁদের হুশিয়ারী দিয়ে সভাপতি মহোদয় বলেন , ” দিস ইজ দা লাষ্ট চাঞ্চ ” ।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকেেএকটি সমুন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপহার দিতে ,মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি মহোদয় যে কর্মসূচি হাতে নিয়েছেন ,তা বাস্তবায়নে সবাইকে সত্যিকার অর্থে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হয়ে কাজ করে এগিয়ে যেত হবে ; পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) রুনা লায়লার উপস্থাপনায় উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম , উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান পিপিএম-সেবা,
উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ রেজাউল করিম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আকরামুল হাসান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোহাম্মদ জাকারিয়া রহমান , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স বিএমপি মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার এন্ড কাউনিয়া জোন বিএমপি মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশ বিএমপি মোঃ নাসিরুদ্দিন মল্লিক,সহকারী পুলিশ কমিশনার ক্রাইম বিএমপি শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার ফোর্স বিএমপি মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার ডিবি মোঃ রবিউল ইসলাম শামীম, অফিসার ইনচার্জ বিএমপি সকল থানা , সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মোঃ ফায়জুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam